প্রচ্ছদ বিনোদন শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!

শিক্ষার্থীদের নামে নালিশ করবেন পরীমণি!

পরিস্থিতিটা এমন—ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা। উঠোন অবধি চলে এসেছে। মনে করতে পারছেন না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছিল?

সম্বিত ফিরে পেয়ে কী করবেন? সেলফি তুলবেন? পরী মণি সেটাই করলেন। সন্তানকে নিয়ে এ নায়িকা আছেন গ্রামের বাড়ি পিরোজপুরে। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে।

এমন দিনগুলোই পাশের স্কুলের মেয়েরা হাজির। একঝাঁক শিক্ষার্থী এসেছে তার সঙ্গে দেখা করতে। এসেছেন। আবদার মেটাতেই পরী ঘর থেকে বেরিয়ে গেলেন ছবি তুলতে। এমন একটা মজার ভিডিও প্রকাশ করেছেন এ নায়িকা। তাদের দেখে প্রথমেই পরী মণি বলেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে পরী মণি লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’