প্রচ্ছদ আন্তর্জাতিক মধ্যরাতেই ভারতীয়দের যে নির্দেশ দিল্লির

মধ্যরাতেই ভারতীয়দের যে নির্দেশ দিল্লির

মধ্যরাতেই ভারতীয়দের সিরিয়া ছাড়তে নির্দেশ দিয়েছে দিল্লি। শুক্রবার রাত ১১টা ৪২ মিনিটে ওই নির্দেশনা জারি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সময় অনুসারে রাত ১১টা ৪১ মিনিটে সিরিয়ায় অবস্থানরত নাগরিকদের বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণলয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে বেরোন!

সিরিয়ায় থাকা ভারতীয়দের উদ্দেশে সরকারের স্পষ্ট নির্দেশ, ‘যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা জারি করা হচ্ছে, ততক্ষণ কোনো কারণেই সিরিয়ায় যাবেন না।’

এই প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি-ও দেয়া হয়েছে। একইসাথে এই মুহূর্তে সিরিয়ায় থাকা ভারতীয়দের বলা হয়েছে, তারা যেন সর্বক্ষণ দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ বজায় রাখেন।

একইসাথে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যাদের পক্ষে সম্ভব, তারা যত দ্রুত পারেন, যেকোনো কমার্সিয়াল ফ্লাইট ধরে সিরিয়া থেকে বেরিয়ে যান। আর যাদের পক্ষে তেমনটা করা সম্ভব হচ্ছে না, তারা পরিস্থিতির উপর নজর রাখুন এবং নিজেদের যত বেশি করে সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করুন। যত কম সম্ভব বাইরে ঘোরাফেরা করুন।’

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সিরিয়ায় বসবাসকারী বা সেখানে থাকা ভারতীয়দের জন্য দামাস্কাসের ভারতীয় দূতাবাসের যে হেল্পলাইন নম্বর শেয়ার করা হয়েছে, সেটি হলো – +963 993385973 – এই নম্বরে ‘কল’ যেমন করা যাবে, তেমনই হোয়াট্সঅ্যাপও করা যাবে।

সূত্র : হিন্দুস্তান টামইমস