পরিবর্তন হচ্ছে বাজরে প্রচলিত ৫, ১০ ও ২০ টাকার নোট। এসব টাকার কাগুজে নোট অনেক দুর্বল তাই এটা দ্রত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা আরও জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হতে পারে। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে।
এছাড়া দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে বলেও জানান অন্তর্বর্তী অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সুূত্রঃ দেশ টিভি