বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমি বলি, এই ভদ্রমহিলাকে জন্মের পরে মুখে করলার রস চিপে দেওয়া হয়েছিল। আমাদের দেশে সাধারণত জন্মের পরে বাচ্চাদেরকে মধুর রস খাওয়ানো হয়।’
সোমবার দুপুরে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাবিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচিতে রিজভী এসব কথা বলেন।
শেখ হাসিনার অডিও ফাঁসের বিষয়ে রিজভী বলেন, ‘গতকাল তার একটি অডিও ফাঁস হয়েছে, সেই অডিওতে তিনি তার যুবলীগ, ছাত্রলীগকে বলছেন, সর্বোচ্চ প্রতিরোধ করো অর্থাৎ রক্তপাতের হুমকির কথা তিনি বলেছেন। এটা তো ভয়ংকর বিপদজনক কথা। তিনি পার্শ্ববর্তী দেশ থেকে বলছেন, উসকানি দিচ্ছেন তাদের লোকদেরকে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরে আমরা কিছুটা হলেও নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু এই আন্দোলন যেন আমাদের অতিরঞ্জিত কিছু করার কারণে কোনোভাবেই ব্যর্থ না হয়। এ জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে। কারণ শেখ হাসিনা বসে নেই তার আশ্রয়দাতারা বসে নেই।’
সূত্র: আমাদের সময়