প্রচ্ছদ সারাদেশ এত বছর আমরাও কথা বলতে পারিনি: পুলিশ কর্মকর্তা

এত বছর আমরাও কথা বলতে পারিনি: পুলিশ কর্মকর্তা

দেশজুড়ে : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক জনপ্রিয় পুলিশ কর্মকর্তা নাদিয়া ফারজানা। অতিরিক্ত পুলিশ সুপার পদের এই কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে কর্মরত। পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেছেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশ সদস্যরা সহিংসতার শিকার হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, এর পেছনের কারণ নিয়ে এতো বছর যেমন মানুষ কথা বলতে পারেনি, তেমনি পুলিশ কর্মকর্তাদেরও সবাই কথা বলতে পারেননি।

নাদিয়ার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘ব্যাক্তিস্বার্থ রক্ষা করতে গিয়ে পুরো একটা বাহিনীকে জনগণের শত্রুতে পরিণত করে দিয়ে গেল কতিপয় উর্ধ্বতন কর্মকর্তা। পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকে। তাকে কখনোই জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়া উচিত না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, এ পর্যন্ত বাংলাদেশে যত সরকার এসেছে, তারা সকলেই পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানিয়েছে। কেউ দলীয়করণের বাইরে থাকতে চেয়েছে, তো তাকে নিষ্পেশনের শিকার হতে হয়েছে ভয়ানক ভাবে। পেশাদারিত্বের কোন মূল্যই কখনো দেওয়া হয়নি।

বিভিন্ন অজুহাতে নিপীড়িত হয়েছে পেশাদার পুলিশ সদস্যবৃন্দ। ক্রান্তি কালীন এই সময়ে যাদের ভুলের কারণে এ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তারা আজ নেই। অথচ এই বিশাল পুলিশ বাহিনীর নিরীহ সদস্যদেরকে জীবন দিয়ে খেসারত দিতে হচ্ছে। একজন ক্ষুদ্র র‍্যাংকের পুলিশ অফিসার হিসেবে আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাই যে, আমাদের নিরীহ সদস্যদেরকে হত্যা করবেন না।

আপনারা যেমন এত বছর কথা বলতে পারেন নাই, আমরাও কথা বলতে পারি নাই। আশা করব, এই নতুন বাংলাদেশে পুলিশ কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হবে না। পুলিশ সর্বদা শুধুমাত্র জনগণের জান-মাল নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। আসুন, সবাই মিলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ি, যেখানে সবাই নির্ভয়ে কথা বলতে পারবে।’