প্রচ্ছদ সারাদেশ ‘পুলিশের বউ হইয়াও বিচার পাচ্ছি না তাইলে সাধারণ মানুষ কি বিচার পাইবো?’

‘পুলিশের বউ হইয়াও বিচার পাচ্ছি না তাইলে সাধারণ মানুষ কি বিচার পাইবো?’

সারাদেশ: একদল পুলিশের সামনে নিরস্ত্র দুজন তরুণ। বন্দুক তাক করে একজন গুলি ছুড়ছে। আর সামনে গুলিবিদ্ধ একজনকে টেনে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন যুবক। শেষ পর্যন্ত না পেরে ওই যুবক দৌঁড়ে পালিয়ে যায়। আহত পড়ে থাকে অপরজন।

জুলাই মাসে ছাত্র আন্দোলনে পুলিশের গুলির এই ভিডিও ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জানা গেছে ঘটনাটি ছিল বিশে জুলাইয়ের। ভিডিওটিতে যে ছেলেটি পড়ে ছিল সেদিনই তার মৃত্যু হয়। ছেলেটির নাম ইমাম হাসান ভুঁইয়া তাইম। সে ছিল নারায়ণগঞ্জের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আর তার বাবা হলেন একজন পুলিশ কর্মকর্তা যার নাম ময়নাল হোসেন।

নিরস্ত্র ছাত্র ইমাম হাসানকে শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি পুলিশ। তাকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয়েছিল। ঢাকা মেডিকেলে ছেলের মরদেহে গুলি দেখার পর মোবাইলে একজন উর্ধ্বতন কর্মকর্তাকে এই পুলিশ সদস্যই জিজ্ঞেস করেছিলেন ‘একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার’। ময়নাল হোসেনের এই বক্তব্যকে শিরোনাম করে বাংলাদেশের জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের একটি প্রতিবেদন বেশ সাড়া ফেলেছিল।

সূত্র: BBC