প্রচ্ছদ জাতীয় ভুলত্রুটির জন্য ক্ষমা আর দোয়া চেয়ে বন্যার্তদের জন্য ত্রাণকার্যে নামলেন ফারাজ করিম

ভুলত্রুটির জন্য ক্ষমা আর দোয়া চেয়ে বন্যার্তদের জন্য ত্রাণকার্যে নামলেন ফারাজ করিম

কিছুক্ষণ আগে ফারাজ করিম ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান:

ফেনী, কুমিল্লা সহ সারাদেশের বিভিন্ন স্থানে বন্যা হলেও আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ, জনগণ, সেনাবাহিনী ও সরকারের পক্ষ হতে উদ্ধার কাজ চলমান আছে। সে সব এলাকায় খাদ্য সামগ্রী পাঠানোর কাজ আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ্।

খাগড়াছড়ির পানছড়ি,দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরী কিছু খাদ্য সামগ্রী পাঠানোর জন্য কাজ করছি। তাছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েছি এবং সেখানে কাজ করার চেষ্টা করছি।

আমার সকল ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি এই দোয়া করবেন।