প্রচ্ছদ জাতীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে #StepDownYounus হ্যাশট্যাগ লিখে একটি পোস্ট করেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শেখ হাসিনা সরকারের মন্ত্রীপরিষদের প্রভাবশালী এই মন্ত্রী। তিনি কোথায় আছেন তা জানা না গেলেও তার ভেরিফাইড ফেসবুকে প্রোফাইলে যাচ্ছে নিয়মিত পোস্ট।

জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, সাভার ও এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং দেশব্যাপী পুলিশ হত্যার ইস্যুগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পতনের পরে অবৈধ সম্পদ অর্জন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা, গুলি বর্ষণ ও হত্যার অভিযোগে অসংখ্য মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

তবে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার নিউ টাউনের বিনোদন পার্ক ইকো পার্কে দেখা প্রকাশ্যে ডিনারের আয়োজনে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলেসহ আরও কয়েকজনকে। নিরাপদ ভেবে ওই পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সূত্রঃ The Daily Campus