আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। যদিও নিরাপত্তার অজুহাতে ভারত দল পাকিস্তানে খেলতে যাবে কিনা সেটি নিয়ে রয়েছে শঙ্কা। তবে বিসিসিআইকে রাজি করাতে চেষ্টার কমতিও রাখছে না পিসিবি। এবার ভারত দলকে নিজেদের দেশ থেকে আসা-যাওয়া করে খেলার পরামর্শ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি বিসিসিআইকে “মৌখিকভাবে” পরামর্শ দিয়েছে যে ভারতীয় দল নয়াদিল্লি বা চণ্ডীগড়/মোহালিতে একটি ক্যাম্প স্থাপন করতে পারে এবং তাদের ম্যাচের জন্য লাহোরে যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইট ব্যবহার করতে পারূত্র
পিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, পিসিবি ভারতীয় ক্রিকেট বোর্ডকে লিখিতভাবে কোনো পরামর্শ দেয়নি। তবে ভারত যাতে পাকিস্তানে গিয়ে খেলতে পারে সেটি নিশ্চিত করতে দুই দেশের উর্ধ্বতনদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবার হাইব্রিড মডেলের সম্ভাবনা রয়েছে।
শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে খেলতে না গেলে তাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করা হতে পারে। বিকল্প ভেন্যু হিসেবে আইসিসি দুবাই কিংবা শ্রীলঙ্কার কথা ভাবছে। এর আগে নিরাপত্তার স্বার্থে ভারতকে কেবল ভারত সীমান্ত থেকে নিকটবর্তী লাহোরে খেলার প্রস্তাব দিয়েছিল। এর আগে এশিয়া কাপেও হাইব্রিড মডেলে খেলা হয়েছে।
এর আগে পাকিস্তানের মাটিতে ভারত সর্বশেষ সিরিজ খেলেছে ২০০৮ সালে। তবে ২০১২-১৩ মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। তবে পরে সেটি স্থগিত হয়ে যায়। এর পর থেকে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ।
সুূুত্রঃ কালের কণ্ঠে