প্রচ্ছদ খেলাধুলা সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে যা জানা গেল

সাকিবের ইনজুরি নিয়ে নতুন তথ্য, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে যা জানা গেল

খেলাধুলা: চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই আচমকা আলোচনায় আসে সাকিব আল হাসানের আঙুলের ইনজুরি। ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক জানান সাকিবের ইনজুরির খবর। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। সাকিবের ইনজুরি নিয়ে আলোচনা যেন থামছেই না। বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সবাই ব্যাট ধরেছেন সাকিবের হয়ে। এবার এই অলরাউন্ডারের ইনজুরি নিয়ে নতুন মোড় যোগ করলেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। সোমবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে টিম হোটেলে হান্নান সরকার, ম্যাচের আগে সাকিব শতভাগ ফিট ছিল, কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে ব্যাথা অনুভব করে। কানপুরে দ্বিতীয় টেস্টের আগে হাতে চার দিন সময় থাকায় সাকিবকে পর্যবেক্ষণ করা হবে বেশ ভালোভাবে।

এই নির্বাচক বলেন, ‘অনেকেই অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর শতভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাকে দলে রেখেছি। তখন শতভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাকে নিয়ে চিন্তা করব। আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি।’ হান্নান আরও বলেন, ‘বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে। যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে’

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে কম বোলিং করা নিয়ে আলোচনায় আসে সাকিবের ইনজুরি। ধারাভাষ্যকার মুরালি কার্তিক জানিয়েছেন আঙুলে ব্যাথার জন্য বোলিং কম করছেন। পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে শতভাগ ফিট বলা হলেও আজ হান্নান জানিয়েছেন বোলিং শুরু করার পর ব্যথা অনুভাবের কথা। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সময় আছে চারদিন। ম্যাচের আগে সাকিবকে ব্যাটিং-বোলিংয়ে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন হান্নান। ‘যেহেতু আমাদের চারদিন সময় রয়েছে। দুইদিন আমরা মাঠে থাকবো, সেখানে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করবো। তার ব্যাটিং বোলিং দেখে জাজ করার চেষ্টা করবো, তার কাছ থেকে ফিডব্যাক নেব, তারপরে সিদ্ধান্তে আসবো।’