প্রচ্ছদ খেলাধুলা ৪ গোলের হার নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

৪ গোলের হার নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই বাংলাদেশের জন্য ভালো হয়নি। ভিয়েতনামে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরেছে বাংলাদেশ। কদিন আগেই বয়সভিত্তিক পর্যায়ে সাফ জিতে আসা বাংলাদেশ দলটা এবারে দেখল ভিন্ন এক বাস্তবতা।

এই হারের পর বাংলাদেশ দলের কোচ মারুফুল হক স্বাভাবিকভাবেই হতাশ। ম্যাচ পরবর্তী সময়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, ‘সিরিয়ার ম্যাচে টার্নিং পয়েন্ট প্রথম দুই গোল। সেখানে আমরা পুরোপুরি হাইটে (উচ্চতা) পরাস্ত হয়েছি। এছাড়া আমাদের ছেলেরা চেষ্টা করেছে।’

ট্যাকনিক্যালি সিরিয়ার ফুটবলাররা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের ফুটবলাররা এমনিতেই পিছিয়ে থাকলেও আবার কিছু ভুলও করেছে। সেই ভুল ভালো করেই চোখে পড়েছে কোচ মারুফের, ‘রক্ষণে ও গোলরক্ষকে কিছুটা ভুল ছিল। সামনের ম্যাচে কাটিয়ে উঠতে পারব আশা করি।’

আজ গোলরক্ষক হিসেবে খেলেছেন মাহিন। অথচ মারুফের প্রাথমিক স্কোয়াডে ছিলেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন করানো আসিফ। সেই আসিফকে তিনি বাদ দিয়েছেন। কারণ আসিফের ফিটনেস নাকি আগের সেই পর্যায়ে নেই। আনুষ্ঠানিক কারণ এটি ব্যাখ্যা করলেও ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, বসুন্ধরা কিংস অন্য চার ফুটবলার না ছাড়ায় গোলরক্ষক আসিফ ও আরেক ফুটবলারকে ক্যাম্প ত্যাগ করিয়েছেন কোচ অনুরাগের বশবর্তী হয়ে।