
হেড লাইন: বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কিছু নেতাকর্মী ভারতে চলে যান। বর্তমানে শেখ পরিবারের অনেক সদস্য ভারতে অবস্থান করছেন, এর মধ্যে একজন হলেন শেখ জুয়েল। তিনি ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন এবং তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিধান মল্লিক। শুক্রবার (১৪ মার্চ) রাতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টে লেখেন, “হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান… পিতার উত্তরাধিকার শেখ পরিবারের কি একটা অবস্থা!”
সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লেখেন, “শেখ জুয়েল এখন বিধান মল্লিক। হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব।” শুধু নামই নয়, শেখ জুয়েলের বাবার নামও বদলে গেছে। তার পিতার নাম শেখ আবু নাছের ছিল, কিন্তু নতুন পরিচয়ে তার বাবার নাম হয়েছে মুদিন্দ্রনাথ মল্লিক। বর্তমানে তিনি ভারতের এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াচ্ছেন। এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেখানে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও ভারতের আধার কার্ডের ছবি প্রকাশ পেয়েছে। আধার কার্ডে তার নাম পরিবর্তন হয়ে হয়েছে বিধান মল্লিক, বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৯ এবং আধার নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬।
অন্যদিকে, শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN), বাবা সেখ আবু নাছের, মাতা রাজিয়া খাতুন, জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্র নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩ এবং ঠিকানা- সোনাডাঙ্গা, খুলনা। একাধিক সূত্র জানিয়েছে, শুধুমাত্র শেখ জুয়েলই নয়, শেখ পরিবারের অনেক সদস্য বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। ২০১৮ সালে শেখ জুয়েল খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।