প্রচ্ছদ খেলাধুলা সাকিব-লিটনের বিদায়, চেন্নাইয়ে বড় হারের পথে বাংলাদেশ

সাকিব-লিটনের বিদায়, চেন্নাইয়ে বড় হারের পথে বাংলাদেশ

লাল বলে সাকিব আল হাসানের ব্যাটে রানখরা যেন দূরই হচ্ছে না। এই নিয়ে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই বাংলাদেশের অলরাউন্ডারের। অন্যদিকে আগের টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন দাস টানা দুই ইনিংসে ব্যর্থ হলেন। এই দুজনের বিদায়ে বাংলাদেশের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র।

৫১৫ রানের বিশাল টার্গেটে চেন্নাই টেস্টের চতুর্থ দিন আজ রবিবার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ঘণ্টা বেশ ভালোই ব্যাটিং করেছেন সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। তার বল সোজা ব্যাটে ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান (২৫)।

এর আগে তিনি রবীন্দ্র জাদেজাকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে রিশাভ পান্তর ভুলে স্টাম্পিং থেকে বেঁচে গিয়েছিলেন। সাকিব আউট হওয়ার পরই রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস (১)। বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২১৪ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ৭৬ রানে। পরাজয় নিশ্চিত হয়ে গেলেও তার সেঞ্চুরিটা হবে তো?