আবহাওয়া: ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ছেয়ে থাকছে চারপাশ। এই অবস্থায় আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। শনিবার (৩০ নভেম্বর) আগামী ১৫ দিনের আবহাওয়া বিশ্লেষণে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এই আবহাওয়াবিদ জানান, সাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল উপকূল অতিক্রমের পর তাপমাত্রা আরও কমে যাবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে এই সময়ের পর শৈত্যপ্রবাহ হানা দিতে পারে।
এ কে এম নাজমুল হক জানান, সাধারণত ডিসেম্বর মাসে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়। পাশাপাশি এ মাসের শেষদিকে তীব্র শৈত্যপ্রবাহ থাকে। এই সময়ে মূলত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে এমন শৈত্যপ্রবাহ হয়ে থাকে। তবে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আরও পরে শৈত্যপ্রবাহ হানা দেয়। এই হিসেবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশে শৈত্যপ্রবাহ হানা দেয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, মৃদু শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আর মাঝারি শৈত্যপ্রবাহের সময় ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রিতে বিরাজ করে তাপমাত্রা। এছাড়া তাপমাত্রা ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রির নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এই হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রিতে নেমে যেতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।