প্রচ্ছদ সারাদেশ লেফটেন্যান্ট তানজিম হত্যার কারণ জানালেন দুই আসামী

লেফটেন্যান্ট তানজিম হত্যার কারণ জানালেন দুই আসামী

জাতীয়: কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছির ও অপর সহযোগী ডাকাত এনামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত নাছির সেনা কর্মকতা তানজিমকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তাঁকে সহযোগিতা করেন ডাকাত এনাম।

এর আগে বৃহস্পতিবার যৌথবাহিনীর অভিযানে আরেক আসামি মো. সাদেক গ্রেপ্তার হন। মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয় আরও ৬ জনকে। এ নিয়ে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় মোট নয়জন গ্রেপ্তার হলো।

গেল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়ার ডুলহাজারায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাত দলের ছুরিকাঘাতে মারা যান সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। এ ঘটনায় চকরিয়া দুটি মামলা দায়ের হয়েছে।

সূত্র : জুমবাংলা