প্রচ্ছদ সারাদেশ যে কারণে আড়াই বছর পর তিন ছাত্রলীগ কর্মীর লাশ উত্তোলন

যে কারণে আড়াই বছর পর তিন ছাত্রলীগ কর্মীর লাশ উত্তোলন

সারাদেশ: দিনাজপুরের নবাবগঞ্জে দাফনের আড়াই বছর পর আদালতের নির্দেশে তিন ছাত্রলীগ নেতাকর্মীর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে পৃথক পৃথক কবরস্থান থেকে তাদের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উত্তোলন করা সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নয়াপুর গ্রামের ইয়ামিন আলীর ছেলে কিবরিয়া (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। এদের মধ্য কিবরিয়া ইসলাম ২নং বিনোদনগর ইউনিয়ন শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং রিমন ইসলাম ও বাব্বির হোসেন ছিলেন ওই ইউনিয়নের ছাত্রলীগ কর্মী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মার্চ দলীয় কোন্দলে কারণে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে খুন করা হয় ওই তিন নেতাকর্মীকে। এরপর গত ২৬ আগস্ট সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৬৪ জনের নামেও্মারমলা করেন রিমনের বাবা রবিউল ইসলাম।

সূত্র : Channel 24