প্রচ্ছদ জাতীয় যে উপায়ে ৪ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

যে উপায়ে ৪ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

দেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে। তাই এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা। ১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

বুধবার বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে এ মাস গণনা শুরু হবে। রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে তিনি ইন্তেকাল করেন। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দিনটি একই সঙ্গে আনন্দ ও শোকের। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে এ দিনটি সিরাতুন নবী (সা.) নামেও পালিত হয়।

আজকের চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল হক। উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ানসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।