রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়েছেন সজিব নামে এক আসামি।
শুক্রবার (৬ ডিসেম্বর) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ জানায়, মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় একটি মারামারি মামলার আসামি ধরতে যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ অফিসার। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সুত্রঃ আরটিভি