প্রচ্ছদ রাজনীতি নিহত ছাত্রদল নেতা অপূর্বের পরিবারের সাথে কথা বলেছেন তারেক রহমান

নিহত ছাত্রদল নেতা অপূর্বের পরিবারের সাথে কথা বলেছেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুসহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল আয়োজিত মিছিল শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ছাত্রদলের কর্মী অপূর্বের পরিবারে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১০ মার্চ) রাতে অপূর্বের পরিবারে খোঁজ নিতে নিহতের পরিবারের সাথে কথা বলেন তিনি। নিহত অপূর্বের বাবা-মায়ের সাথে প্রায় ৫ মিনিটের মত কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অপূর্বের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। অপূর্বের পরিবারের পাশে সর্বদা তিনি এবং বিএনপি থাকবেন বলে আশ্বস্ত করেন।

এ সময় অপূর্বের বাবা বিএনপি করার কারণে গত ১৭ বছর কোন কাজ করতে পারেননি বলে জানান। তিনি নিজে নির্যাতিত হয়ে এক পা প্রায় হারিয়েছেন। আর গতকাল (৯ মার্চ) নিজের মেঝো ছেলেকে হারিয়েছেন বলে বিলাপ করেন।

এ সময় তারেক রহমান বলেন, আমিও আমার ভাইকে হারিয়েছি। আপনার মত এই দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বিগত ১৭ বছর ধরে নির্যাতিত। এ সময় একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মরহুম অপূর্বের বাসায়।

নিহত অপূর্বের পরিবারের পরিবারকে শান্তনা দিতে সেখানে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।

তিনি বলেন, বিগত রেজিমের সময় নারায়ণগঞ্জে যেসকল অপরাধী সৃষ্টি হয়েছিল তারা এখনও অপকর্ম করে যাচ্ছে। তাদের বিষয়ে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশিক রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদস্য সচিব শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্র: আরটিভি