জাতীয়: ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না।’
শ্বশুরবাড়ি পটুয়াখালী দশমিনায় বেড়াতে গিয়ে রবিবার বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। বিয়ের পর এটিই তার প্রথম শ্বশুরবাড়ির বেড়াতে আসা।
ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’
শহীদ জিহাদের একটি ছবি হাতে নিয়ে সেটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন হাসনাত।
সেখানে তিনি লিখেছেন, এই অভ্যুত্থানের যেসব স্টেক-হোল্ডাররা চব্বিশের স্পিরিটকে ভুইলা যেতে নেন, আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান, তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবর জিয়ারত করতে যাওয়া। যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান, স্বার্থান্ধ ও দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন-আকাঙ্খাকে ইনকার করতে চান, প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা ও শহীদের বীরত্ব গাঁথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দিবো।
উৎস: কালের কণ্ঠ।