প্রচ্ছদ জাতীয় নিবন্ধন পেল ‘নাগরিক ঐক্য’, প্রতীক কী?

নিবন্ধন পেল ‘নাগরিক ঐক্য’, প্রতীক কী?

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে মাহমুদুর রহমানের ‘নাগরিক ঐক্য’কে। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ‘কেটলি’।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা প্রজ্ঞাপনে দলটিকে নিবন্ধন দেয় ইসি।

এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২-এর চ্যাপ্টার ভিআইএর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত ‘নাগরিক ঐক্য’কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

ওই দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নম্বর : ০৫২, তারিখ : ২ সেপ্টেম্বর ২০২৪।

এদিন রাজনৈতিক দল হিসেবে ‘গণ-অধিকার পরিষদ’কেও নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

সুত্রঃ কালবেলা