প্রচ্ছদ জাতীয় কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, পরে যা হলো

কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, পরে যা হলো

জাতীয়: ঢাকার কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা প্রদর্শনের ঘটনায় দায়িত্বরত বিভাগীয় রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোবারক হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে স্ক্রিন বোর্ড কন্ট্রোলের দায়িত্বে থাকা প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

যানা গেছে, সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি ইনস্টল করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার সকালের দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের বাহির গেটের উপরের এলইডি সাইনবোর্ডে দেখা যাত, ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি বারবার ভেসে আসছে। যেখানে সবসময় যাত্রীদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকতো ও রেলওয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হতো। বিষয়টি দেখে স্টেশনে থাকা যাত্রীরা বিস্ময় প্রকাশ করেন।

সূত্র : বিবিসি, নয়া দিগন্ত