প্রচ্ছদ রাজনীতি এবার নতুন মিশনে বিএনপি

এবার নতুন মিশনে বিএনপি

রাজনীতি সচেতন ছাত্রছাত্রীদের সংগঠন হিসেবে ছাত্রদল দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নিয়মিত কর্মসূচি পালন করেছে। ভর্তিচ্ছুদের সুবিধার কথা চিন্তা করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা পেছানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে অনুরোধ করেছে এবং ছাত্রদলের অনুরোধকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশের বিলোপ ঘটিয়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নির্মাণে ছাত্রদল বদ্ধপরিকর। ভবিষ্যতেও ছাত্রদলের এ ধরনের ছাত্রবান্ধব ও সৃজনশীল কর্মসূচি অব্যাহত রাখতে আমরা সংকল্পবদ্ধ।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বন্যায় দুর্গত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াও চালাচ্ছে বিএনপি। বীজ-সার নিয়ে অনেক জায়গায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে দলটি। এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের উদ্যোগে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী নিয়োজিত করে ঢাকায় শান্তিপূর্ণভাবে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা নিজেরা রাস্তাঘাট পরিষ্কারও করেছেন। এই কাজ ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া তিন দিনের মধ্যে ঢাকা মহানগর থেকে দলীয় সব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিতে গত ৯ নভেম্বর নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া আগামীকাল বুধবারের মধ্যে দেশব্যাপী সব ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণে রোববার নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে যুবদল।

আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। তবে জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালন না করতে দল ও অঙ্গসংগঠনের সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে গতকাল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, বিএনপি প্রচলিত রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এরই মধ্যে কাজও শুরু করেছেন। ইতিবাচক ও মানবিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনগণ পছন্দ করে না, এমন কাজ তারা পরিহার করছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় কর্মসূচির ব্যানারে তার ছবি ব্যবহার করতে নিষেধ করেছেন। এটি নির্দেশনা দিয়ে বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন এবং এর আগে বিএনপি-সমমনাদের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারগুলোর খোঁজ নিতে তারেক রহমান তার প্রতিনিধি পাঠাচ্ছেন। তাদেরকে আর্থিক সহায়তা করছেন এবং চাকরি-চিকিৎসার ব্যবস্থা করছেন তিনি।

আলাল আরও বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা জনগণকে বোঝাতে চাচ্ছি যে, শুধু ক্ষমতার জন্য কিংবা পদ-পদবি তথা মন্ত্রী-এমপি হওয়ার জন্য আমরা নির্বাচনের কথা বলি না, রাষ্ট্রের জন্য কল্যাণকর যেসব কাজ সেগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের মালিক জনগণের মনের মধ্যে ভালোবাসার বন্ধনে কীভাবে আরও গভীরভাবে ঢোকা যায়, সেটাই আমাদের লক্ষ্য। মানুষ যেটি নিয়ে বিরক্ত হয় কিংবা অস্বস্তিবোধ করে, আগামীতে আমাদের দ্বারা যে সেটার পুনরাবৃত্তি হবে না, বর্তমান কর্মকাণ্ড সেই অঙ্গীকারের প্রতিফলন।

বিএনপি জনস্বার্থে রাজনীতি করে জানিয়ে দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, সাধারণ জনগণ কী চায়, তারা কী প্রত্যাশা করছে, জনগণের সেই চাওয়া ও প্রত্যাশা নিয়েই বিএনপি এগিয়ে যেতে চায়। একটা উন্নত-সমৃদ্ধ-সুন্দর ও শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা লড়াই করে যাব।

সূত্র : কালবেলা