প্রচ্ছদ জাতীয় এখন মিসকল দিলাম, যখন অরজিনাল কল আসবে তখন বুঝতে পারবেন জাতীয় পার্টি...

এখন মিসকল দিলাম, যখন অরজিনাল কল আসবে তখন বুঝতে পারবেন জাতীয় পার্টি কী জিনিস

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রীর নামে ঢাকার যাত্রাবাড়ি থানায় করা মামলা আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে রংপুর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বলেছেন, আজকে শুধু আমরা একটা মিসকল দিলাম। মিসকলের পরে যখন অরজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কী জিনিস।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর ডিসি অফিস ক্যাম্পাসে বিক্ষোভ ও স্মারকলিপি দেয়া শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সরকারকে উদ্দেশ করে মোস্তফা বলেন, ‘বর্তমান জেলা প্রশাসক মহোদয়, এসপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার মহোদয় আপনারা আপনাদের পূর্বসুরীদের কাছে জেনে নিবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা কী। এখানে জাতীয় পার্টি কী করতে পারে, কী করতে পারে না। আমরা শান্তিপূর্ণ দল, আমরা মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগ পছন্দ করি না। হয়তোবা আপনাদের অফিসে আমাদের দেখেন না। কারণ আমরা তদবিরবাজ নই। সেজন্য আমাদের সাথে আপনাদের পরিচিতি কম। কিন্তু এমনও সময় আসবে। হয়তোবা ১৯৯১ সালের ৫ জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসককে রিকশার ওপরে দাঁড়িয়ে তৎকালীন সময়ে এরশাদের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল। এটা আপনাদের জানা থাকা দরকার। আমরা চাই না সেরকম পরিস্থিতি সৃষ্টি হোক।’

তিনি বলেন, ‘আপনারা সাম্প্রতিক সময়ে হেফাজতের প্রোগ্রাম দেখেছেন। বিএনপির বিভাগীয় সমাবেশ দেখেছেন। কিন্তু জাতীয় পার্টি যেদিন প্রোগ্রাম দিব সেদিন রংপুরের আকাশে একটা পাখিও উড়বে না। আজকে শুধু আমরা একটা মিসকল দিলাম। মিসকলের পরে যখন অরজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন, জাতীয় পার্টি কী জিনিস। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই জি এম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা মিথ্য মামলা ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করা হোক। সেটা যদি না করেন, তাহলে আবার ১৫ দিন পরে আপনাদের সাথে আমাদের দেখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বলবো, অহেতুক কাউকে হয়রানি করবেন না, তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করেন।‘

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘এই সরকার এক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। ৩০ হাজার মানুষ, কেউ পা হারিয়েছে, কেউ হাত, কেউ চোখ। আমরা চাই এই সরকারকে সময় দিতে। প্রয়োজনীয় সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দিবেন। সেই জন্যই আমরা অপেক্ষা করছি।’

এর আগে মোস্তফা-ইয়াসির-রাজ্জাকের নেতৃত্বে দুপুর সোয়া ১২টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পায়রা চত্বর, কৈলাশ রঞ্জন মোড়, সিটি করপোরেশন, কাচারীবাজার হয়ে ডিসি অফিস ঘেরাও করে। মিছিলে জি এম কাদের ও তার স্ত্রীর ওপর মামলা প্রত্যাহারে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে ডিসির মাধ্যমে দাবি আদায়ে স্বরাষ্ট উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন নেতারা। পরে ডিসি অফিস ক্যাম্পাসে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ও জেলা নেতারা।

এসময় আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, পীরগাছা উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান, সদর উপজেলা সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, বদরগঞ্জ উপজেলা সদস্য সচিব মাসুদ রানা, পীরগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ প্রমুখ।

সূত্র : নয়া দিগন্ত