
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পুলিশের ওপর যে আত্মবিশ্বাসটা যত তাড়াতাড়ি আনার দরকার ছিলো আমরা সেটা পারিনি। এর কারণ গত ১৫ বছর পুলিশ ব্যবহৃত হয়েছে তাদের ব্যক্তিগত বাহিনী হিসেবে।
বুধবার (২ এপ্রিল) নিউজটোয়েন্টিফোরের মুখোমুখি হয়ে শফিকুল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এতদিন পুলিশকে দিয়ে খুন করিয়েছে, পুলিশকে দিয়ে গুম করিয়েছে। শেষে এসে বাচ্চা বাচ্চা ছেলেদের খুন করেছে। ফলে পুলিশের কোনো কনফিডেন্স ছিলো।
তিনি বলেন, তারপর যখন আমরা পুলিশের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা শুরু করলাম তখন আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, এখনও হচ্ছে। এই পুলিশের মধ্যে অনেকে খুনি ছিলো। তাদেরকে আলাদা করে একটা ডিসিপ্লিন বাহিনী উজ্জীবিত করা কঠিন। এখানেই আমাদের সংগ্রাম করতে হয়েছে। আর এই আত্মবিশ্বাস দ্রুত না ফেরাতে পারার প্রভাবটা গিয়ে পড়েছে রাস্তায়। ছিনতাইকারীরা ভাবছে আমি যদি এখন ছিনতাই করি আমাকে তো কেউ গুলি করবে না। সেখান থেকে পুলিশকে একটি স্বাধীন বাহিনী তৈরি করাটা সংগ্রামের।