প্রচ্ছদ জাতীয় সত্যি কি চট্টগ্রামের কারাগারে পূজা করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস? যা জানা গেল

সত্যি কি চট্টগ্রামের কারাগারে পূজা করেছিলেন চিন্ময় কৃষ্ণ দাস? যা জানা গেল

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে রয়েছেন। আগামী ০২ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দাবি করা হয়, চট্টগ্রামের কারাগারে তিনি পূজা করছেন। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যম রিউমার স্ক্যানার।

রোববার (৮ ডিসেম্বর) রিউমার স্ক্যানার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনের সূত্রে জানা যায়, আলোচিত ছবিটি চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার নয় বরং তার পূর্বের একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে চিন্ময় কৃষ্ণ দাস নামের একটি ফেসবুক পেজে গত ১৯ নভেম্বর তারিখের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

ফেসবুক পোস্টটির তারিখ ও ক্যাপশনে উল্লিখিত ‘মায়ের ৫১ পীটের অন্যতম সীতাকুণ্ডস্থ ভবানী মায়ের মন্দির এবং ভৈরব মন্দির ও বিশ্বনাথ মন্দিরে জগতের সকল শুভ শক্তির মঙ্গল কামনায় পূজা প্রদান ও প্রার্থনা নিবেদন।’ শীর্ষক বিবরণী সূত্রে জানা যায়, ছবিটি গত ১৯ নভেম্বর অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পূর্বের এবং কোনো মন্দিরে ধারণকৃত।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ছবিটির উপর কারাগারের ধাতব শিক প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷ তাছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে চট্টগ্রামের কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসের পূজা করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷

সুতরাং, চিন্ময় কৃষ্ণ দাসের চট্টগ্রামের কারাগারে পূজা করার দাবি সংক্রান্ত প্রচারিত ছবিটি সম্পাদিত৷

সূত্রঃ চ্যানেল 24