
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করা হচ্ছে না।
বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানানা।
ট্রাম্পের এই বক্তব্য তার আগের প্রস্তাবের বিপরীত বলে মনে হচ্ছে, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় ২০ লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে।
যদিও অনেকে দাবি করছেন এটি মুখ ফসকে বলে ফেলেছেন ট্রাম্প, কিন্তু আসলেই যদি শেষ পর্যন্ত ট্রাম্প নিজ বক্তব্যে এ কথায় থাকেন তাহলে বলাই বাহুল্য ফিলিস্তিনিদের জন্য সুখবর দিলেন ট্রাম্প বলছেন বিশ্লেষকরা।
সূত্র: জনকণ্ঠ