সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমু রিমান্ডে থাকলেও বাইরে আলোচনায় তার মেয়ে হিসেবে পরিচিত সুমাইয়া। নিঃসন্তান আমুর দত্তক মেয়ে সুমাইয়া হোসেন।
সুমাইয়া আমির হোসেন আমুর শ্যালিকা মেরী আক্তারের মেয়ে।
অনেক বছর আগেই সুমাইয়াকে দত্তক নেন আমু। সুমাইয়া বর্তমানে দুবাইয়ে বসবাস করেন। তিনি দুবাইপ্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শিল্পমন্ত্রী থাকাকালে আমুর এপিএস ছিলেন কিরন।
খোঁজ নিয়ে জানা গেছে, আমুর অবৈধপথে আয়ের বড় অংশই সুমাইয়ার কাছে। হুন্ডির মাধ্যমে পাঠানো অবৈধ পন্থায় আয় করা শতকোটি টাকা ওই মেয়ের কাছে পাঠিয়েছেন আমু।
আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিরনের বাড়ি ঢাকা বিভাগের নরসিংদী জেলায়।
সর্বশেষ শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের আপন ছোট ভাই কিরন তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন ঝালকাঠি। শুধু সম্পদ ভাণ্ডারের দেখাশোনা আর পার্সেন্টেজ আদায় নয়, নির্বাচনী এলাকায় আমুর রাজনৈতিক কর্মকাণ্ডও দেখাশোনা করতেন তিনি।
কিরনের মাধ্যমেই নির্বাচনি এলাকা থেকে শত শত কোটি টাকা কামিয়েছেন আমু। যার প্রায় পুরোটাই এখন দুবাইতে তার মেয়ে সুমাইয়ার কাছে আছে বলে ধারণা স্থানীয়দের।
সুূুত্রঃ কালের কণ্ঠে